পেটের দুই পাশে ব্যথা হয় কেন
পেটের দুই পাশে ব্যথা হয় কেন আপনার জানা থাকা জরুরী। এই পোস্টের মাধ্যমে পেটের দুই পাশে ব্যথা হয় কেন জানলে আপনার পেটে ব্যথা খুব সহজেই দূর করতে পারবেন। পেটের দুই পাশে ব্যথা হয় কেন তার অনেক কারণ রয়েছে যা অবহেলা না করাই অনেক উত্তম।
পেটের দুই পাশে ব্যথা হওয়ার কারণ হিসেবে নানা রোগের লক্ষণ দেখা দিতে পারে। তাই সুনির্দিষ্ট ভাবে পেটে ব্যথার কারণ সুনিশ্চিত করাটা খুবই মুশকিল। খুব বেশি সময় ধরে এই ব্যথা স্থায়ী নাও হতে পারে। তবে খুব বেশি গুরুত্ব না হলেও পেটের দুই পাশের ব্যথা আপনার ক্ষতির কারণ হতে পারে যা খুবই শোচনীয়।
পেজ সূচিপত্র
পেটে ব্যথা কি
পেটে ব্যথা বেশিরভাগ সময়েই গুরুতর হয় না খুব তাড়াতাড়ি সেরে যায়। আবার পেটের দুই পাশে ব্যথা হয় কেন না জানার ফলে বিভিন্ন কারণে পেটের ব্যথা দীর্ঘও হতে পারে। আপাতদৃষ্টিতে এই প্যাটের ব্যথা কোন ধরনের রোগ না মনে হলেও এর পেছনে একাধিক কারণ বিদ্যমান থাকতে পারে।
কারণ এই পেটের ব্যথা অনেকটা পাঁজর এবং পেলভিসের মাঝখানের জায়গা জুড়ে হয়ে থাকে। যেহেতু শরীরের এই অংশ জুড়ে গলব্লাডার, পাকস্থলী, লিভার, অগ্ন্যাশয়, ক্ষুদ্রান্ত্র ও বৃহদান্ত্র বিদ্যমান থাকে। তাই এই সকল অঙ্গের মাধ্যমে দেহে যে খাবার গ্রহণ হজম শক্তি করে।
শরীর থেকে খাবার নিষ্কাশনের সাহায্যে করে থাকে। যদি কোন ধরনের সমস্যা হয়ে যায় তাহলে পেটে ব্যথার মাধ্যমে আপনাকে জানান দিতে থাকে। যে আপনার পেটে কোন ধরনের সমস্যা হয়েছে। অনেক সময় পেটের চারিদিকে প্রচন্ড ব্যথা করতে থাকে, সেটা পেটের চারপাশ জুড়েই বজায় থাকে।
পেটের দুই পাশে ব্যথা হয় কেন
পেটের দুই পাশে ব্যথা হওয়ার ধরন অনেক রকমই হতে পারে। পেটের দুই পাশে ব্যথা করলে যে পরিমাণ অসহ্য যন্ত্রণা সৃষ্টি হয় তার ফলে অনেক সময় চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। পেটের দুই পাশে ব্যথা হয় কেন জেনে নিয়ে দুই পাশে ব্যথা হওয়ার সম্ভাব্য কারণগুলো হলো -
- পিত্তথলি এবং কিডনিতে পাথর হলেও পেটের দুই পাশে ব্যথা করতে পারে।
- যদি কোন কারণে পেটের ভিতর বায়ু আটকে থাকে হলে পেটের দিয়ে পাশে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে।
- পেট ফাঁপা বোধ করলে এবং অতিরিক্ত বায়ু ত্যাগ করার ফলে অনেক সময় পেটে ব্যথা করতে পারে।
- মেয়েদের মাসিকের সময় পেটে ব্যথা হতে পারে।
- বদহজমের কারণে অর্থাৎ খাওয়ার পরে আপনার পেট যদি ভরা লাগে অর্থাৎ ফেঁপে আছে এইরকমটা মনে হয় তাহলে পেটের দুপাশে ব্যথা করবে।
- বুক জ্বালাপোড়া করা এবং বমি বমি লাগার জন্যেও আপনার পেটের দুই পাশে ব্যথা সৃষ্টি হতে পারে।
- পায়খানা যদি আপনার নিয়মিত না হয় অর্থাৎ কোষ্ঠকাঠিন্য রোগ হয় তাহলেও আপনার পেটের দুই পাশে ব্যথা করতে পারে।
- ডায়রিয়া এবং ফুড পয়জনিং অর্থাৎ পানির মত তরল পায়খানা বের হলে বমি হওয়া ইত্যাদি সমস্যার কারণে পেটের দুই পাশে ব্যথা করতে পারে।
ব্যাকটেরিয়া সংক্রমণে কি পেটের দুই পাশে ব্যথা
পেটের দুই পাশে ব্যথা হয় কেন না জানলে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে পেটের দুই পাশে ব্যথা করতে পারে। কারণ পরিপাকতন্ত্রের ল্যাকটিক এসিড এবং বিফিডো ব্যাকটেরিয়া বিদ্যমান রয়েছে। এই ব্যাকটেরিয়া গুলো আমাদের খাবারকে হজমে সাহায্য করে থাকে।
কিন্তু আমাদের শরীরে যদি বাহিরে থেকে ক্ষতিকারক কোন ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করে পরিপাকতন্ত্রের সংক্রমণ করে ফেলে। তাহলে আমাদের স্বাভাবিক যে হজম ক্ষমতা রয়েছে, সেটি খুব ভালোভাবেই বাধা প্রাপ্ত হয়। সংক্রমণ যখন অতিমাত্রায় পৌঁছে যায়।
আরও পড়ুনঃ প্রাথমিক পর্যায়ে মুখের ক্যান্সারের লক্ষণ
তখন পাতলা পায়খানা, বমি ভাব, জ্বর, পেটে যন্ত্রণা ও খিচুড়িসহ নানা ধরনের সমস্যা দেখা দেয়। যার ফলে পেটের দুই পাশে ধীরে ধীরে ব্যথাও বাড়তে থাকে। এই অবস্থায় যদি সমস্যাগুলো অনেক বেশি পরিমাণে হয়ে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক এবং ওষুধ খাওয়া উচিত।
ব্যাকটেরিয়া ছাড়াও অনেক ধরনের জীবাণু থাকে যেমন ভাইরাস এবং ছত্রাক সহ বিভিন্ন পরজীবী পেটের ভিতর সংক্রমণ তৈরি করতে থাকে। এই অবস্থায় পেটের দুই পাশে অনেক বেশি ব্যথা সৃষ্টি হয়। খুব বেশি ব্যথা যখন উঠে যায় তখন দেরি না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।
পেটের দুই পাশে ব্যথার কারণ
পেটের দুই পাশে ব্যথা হওয়ার পিছনে যেই কারণগুলো রয়েছে তা না জানলে আপনি পেটে ব্যথার সময় সমস্যার সমাধান করতে পারবেন না। তাই পেটের দুই পাশে ব্যথার কারণ সম্পর্কে এখনই জেনে নিতে পারেন যেমন,
১। বদহজমের কারণঃ
যেহেতু আমাদের পরিপাকতন্ত্র খাদ্য গ্রহণ এবং হজম করার ক্ষমতা রাখে। তাই যখন আপনি অনেক বেশি খাবার প্রয়োজন এর বেশি খেয়ে ফেলবেন, তখন বদহজম শুরু হয়ে যায়। তাই আমাদের শরীরে যে খাবারের পুষ্টিগুণ বহন করতে পারে না ব্যর্থ হয়ে যায়।
পেটের দুই পাশে ব্যথা হয় কেন না জানলে সেই কারণে শরীরের বিভিন্ন ধরনের সমস্যা হয় তার মধ্যে পেটে যন্ত্রণা হয়। বিশেষ করে পেটের দুই পাশে যখন ব্যথা করতে থাকে তখন বমি ভাব এবং মাথাঘোরা সহ শরীরে এক ধরনের অস্বস্তি অনুভব হতে থাকে।
এই বদহজমের সমস্যাকে আপনি নিয়মিত শরীরচর্চা করার মাধ্যমে কমাতে পারেন। কারণ পরিপাকতন্ত্রে যদি নিয়মিত আপনার এই বদহজম হতে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন।
২। অম্বলের কারণে পেটে ব্যথাঃ
অম্বল এমন একটি সমস্যা যেটি এখন শুধুমাত্র প্রাপ্তবয়স্কদেরই হয় না পাশাপাশি যারা ছোট বাচ্চা তাদেরও এখন এই অম্বলের সমস্যা হতে পারে। কারণ রান্নায় যেই তেল, মশলা ও চর্বিযুক্ত খাবার ব্যবহৃত হয় তা খাওয়ার ফলে আপনার পেটে অম্বলের সমস্যা হয়ে পেটের দুই পাশে ব্যথা করতে পারে।
৩। গ্যাসের কারণে পেটের দুই পাশে ব্যথাঃ
খাদ্য পরিপাক হওয়ার সময় স্বাভাবিকভাবেই পেটে যেই গ্যাস তৈরি হয়। এই গ্যাস শরীর থেকে যদি স্বাভাবিক নিয়মে বের হয়ে যায় তাহলে খুবই ভালো। কিন্তু আঁশযুক্ত খাবার, ডাল ও শাকসবজি এইগুলো যখন খাওয়া হয় তখন খাবার হজম করার সময় অনেক বেশি পরিমাণে গ্যাস উৎপন্ন হতে পারে।
এই অবস্থায় পরিপাকতন্ত্রের অত্যাধিক গ্যাস উৎপন্ন হওয়ার ফলে গ্যাস নির্গমনের থেকে বেশি পরিমাণে গ্যাস উৎপন্ন হয়। পরিপাকতন্ত্রে সেই গ্যাস জমা হতে থাকে যার ফলে পরিপাক ক্রিয়া স্বাভাবিকভাবে হতে পারে না। পেটের দুই পাশে ব্যথাও বাড়তে থাকে।
প্রথমে যদিও এই গ্যাসের ব্যথা খুব বেশি থাকে না। কিন্তু যখন গ্যাসের সমস্যা শুরু হয়ে যায়, তখন ধীরে ধীরে এই ব্যথা স্থায়ী হতে থাকে। যদি এইরকম হয় তাহলে পেটের দুই পাশে ব্যথা হয় কেন জেনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৪। গলব্লাডারের সমস্যাঃ
গলব্লাডার এমনই একটি অঙ্গ যেটি দেখতে খুবই ছোট এবং নাশপাতির আকারের মত যা আপনার পেটের ডানদিকে লিভারের নিচে অবস্থান করে। এখানে ক্ষুদ্রান্ত্রে পিত্ত নিঃসৃত হয়ে হজমে সাহায্য করতে পারে। কিন্তু এটি থেকে নিঃসৃত যেই অতিরিক্ত কোলেস্টেরল রয়েছে সেটি যদি সম্পূর্ণ দ্রবীভূত না হয়।
তাহলে গলব্লাডারের মধ্যে এটি ক্রিস্টাল আকারে জমা হতে থাকে। পরবর্তীতে এটি একটি পাথরে রূপান্তরিত হয়ে যায় যার ফলে পেটের দুই পাশে ব্যথা অনুভব হতে পারে। এর প্রধান কারণ তেল মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে পাথর জমা হতে থাকে, যার কারণে পেটের দুই পাশে ব্যথা হয়।
৫। আলসারের সমস্যাঃ
আপনার পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রে যদি কোন ধরনের ক্ষত হয় তাহলে সেটি মূলত আলসারের সমস্যার কারণে হয়ে যায়। যার ফলে এইরকম ক্ষত যখন সৃষ্টি হয়, তখন পেটের দুই পাশে ব্যথা করতে পারে। দীর্ঘ সময় আপনি যখন পেট খালি রাখেন।
পেটের দুই পাশে ব্যথা হয় কেন না জানলে পাকস্থলীতে যখন ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় এবং তৈলাক্ত মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে এইরকম সমস্যা হতে পারে এবং পেটের দুই পাশে ব্যথা অনুভব হয়।
৬। কিডনিতে পাথর হলে পেটে ব্যথাঃ
আপনি যখন স্বাভাবিক ভাবে চলাচল করতে থাকবেন, তখন হঠাৎ করেই যদি কিছুদিনের মধ্যে পেটের দুই পাশে ব্যথা করতে থাকে। তাহলে কিডনিতে পাথর হওয়ারও সম্ভাবনা থাকে। বিশেষ করে পেটের দুই পাশের মধ্যে যেকোনো একপাশে যদি তীব্র ব্যথা হয়ে যায়, তাহলে খুব শীঘ্রই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৭। প্যানক্রিয়াটাইটিসঃ
প্যানক্রিয়াটাইটিস এমন একটি সমস্যা যার ফলে পেটে তীব্র ব্যথা শুরু হয় এবং বমি ভাবও শুরু হতে পারে। এই অবস্থায় গায়ে জ্বরও চলে আসে। এইক্ষেত্রে দেখা যায় পেটের দুই পাশে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। বেশি সমস্যা হলে চিকিৎসক এর পরামর্শ নিয়ে ওষুধ খাবেন।
৮। মাসিকের সময় পেটে ব্যথাঃ
মেয়েদের বয়সন্ধিকালীন সময় থেকে যখন মাসিক হওয়া শুরু হয় তখন পেটের দুই পাশে ব্যথা শুরু হয়। এই ব্যথা দুই থেকে তিন দিন পর্যন্তও থাকতে পারে। দেহের দূষিত রক্ত যখন বের হয়ে যায় তখন পেটের দুইপাশে ব্যথা করতে পারে।
পেটের দুই পাশে ব্যথা কি অ্যাপেন্ডিক্সের কারণ
অনেক সময় পেটের দুই পাশে যেই ব্যথা করতে থাকে, সেটি অ্যাপেন্ডিক্স এর কারনেও হতে পারে। আপনার যেই খাদ্যনালী রয়েছে সেটি ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্রের মাঝে যে অংশ সেখানে ছোট্ট পাউচের মতো করে একটি অংশ রয়েছে। পেটের দুই পাশে ব্যথা হয় কেন না জানলে চলার পথে সবারই কোনো না কোনো সময় পেটের ব্যথা হয়।
কিন্তু এই পেটের ব্যথা হওয়ার পেছনে অ্যাপেনডিক্স এর কারনে লুকিয়ে থাকতে পারে। যদি আপনার ক্ষুদ্রান্ত্র এবং বৃহৎদন্ত্র এর মাঝে যেই অংশ দেখা যায়, সেখানে যদি কোন ধরনের পাউচের মতো অংশ হয় তাহলে সেটিই হচ্ছে অ্যাপেনডিক্স। এরই মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া বিদ্যমান থাকে।
যার কারণে আমাদের শরীরে বাহির থেকে আসা ব্যাকটেরিয়া ক্ষতি করতে পারে না। বাহির থেকে আসা ব্যাকটেরিয়ার সাথে এই ভালো ব্যাকটেরিয়া লড়াই করতে থাকে। তবে এই অ্যাপেন্ডিক্স যখন শরীরে সৃষ্টি হবে তখন পেটে ব্যথা থাকবেই। পেটের একপাশে বিশেষ করে নাভির চারপাশে যখন ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ আদা খাওয়ার উপকারিতা কি হতে পারে
ব্যথা তখন এক ধরনের কলিক পেন শুরু হয়। শরীরের বৃহদন্ত্রের সিকামের সাথে সংযুক্ত কনিষ্ঠ আঙ্গুলের মত একটি সরু থলি রয়েছে যেটি অ্যাপেন্ডিক্স নামে পরিচিত আর এই অ্যাপেনডিক্স যখন সময়ের সাথে সাথে ছোট হয়ে যায় তখন সে তার কার্যক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলে।
অসাবধানতাবশত খাদ্যদ্রব্য গ্রহণের ফলে অ্যাপেন্ডিক্স এর নালিপথ যখন বন্ধ হয়ে যায়। তখন রক্ত সঞ্চালন ও পুষ্টির অভাব দেখা দেয়। এইক্ষেত্রে ভিতরে থাকা আর কোন কিছু বাহিরে বের হয়ে আসতে না পারার কারণে জীবাণুর আক্রমণে সংক্রমণ ছড়িয়ে পড়ে। অ্যাপেন্ডিক্স এর ভিতর এবং এই সংক্রমণ থেকে অ্যাপেন্ডিক্সের প্রদাহ তৈরি হয়।
এই অবস্থায় অ্যাপেনডিক্স অনেক বেশি ফুলে যায় এবং টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে পচন ধরতে থাকে। যার ফলে আশেপাশের বিভিন্ন অঙ্গে পেরিটোনিয়াম নামক পেটের আবরণীতে ছড়িয়ে পড়তে পারে। এই সমস্যার কারণে অ্যাপেন্ডিসাইটিস রোগের সৃষ্টি হয় যার ফলে পেটের দুই পাশে ব্যথা করতে থাকে।
পেটের দুই পাশে ব্যথা হলে করণীয় কি
জীবনযাত্রায় খারাপ খাদ্যাভ্যাসের কারণে পেটের দুই পাশে ব্যথা করতে পারে। পেটের দুই পাশে ব্যথা হয় কেন না জানলে এই সমস্যা দিন দিন বেড়েই যেতে থাকে। পেটের দুই পাশে ব্যথা হলে করণীয় কি হতে পারে চলুন জেনে নিই।
- লেবুর সঙ্গে চা সামান্য পরিমাণে মিশিয়ে মধু মিক্স করে খেতে পারেন।
- পুদিনা পাতার রসের সাথে লেবুর রস মিক্স করে সাথে আদার রস লবণ মিশিয়ে নিতে পারেন।
- আদা থেঁতো করে রস নিয়ে পেটের উপর যেখানে ব্যথা করছে সেখানে ঘষতে পারেন।
- পানি কম পান করা যাবে না একটু বেশি করে খেতে হবে যেন শরীর থেকে টক্সিন বের হতে পারে।
- এই সময়ে আপনাকে দুধ এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে।
- বিভিন্ন চকলেট জাতীয় খাবার খাওয়া যাবেনা এবং সহজপাচ্য খাবার খেতে হবে।
- পেটের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য নিয়মিত হাঁটতে পারেন। তবে বেশি পেটে ব্যথা করলে অবশ্যই বিশ্রাম নিতে হরামবে।
- নিয়মিত পেটে ব্যথা করলে অবশ্যই চিকিৎসকের পর্শ নিতে হবে।
শেষকথা
এই পোস্টের মাধ্যমে পেটের দুই পাশে ব্যথা হয় কেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন। পোস্টের বিস্তারিত জেনে যদি আপনার এই ধরনের কোন সমস্যা থেকে থাকে, যদি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে পোস্টের নিচের অংশে মন্তব্য করে আমাদের পাশেই থাকুন। ২৫২৭৫
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url